সেলফি স্টিক ম্যাকবুকের জন্য

প্রথমে এলো সেলফি! স্মার্টফোন এবং অ্যাকশন ক্যামেরা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে সেলফি স্টিকও এলো কিছুদিন পর।

ট্যাব দিয়ে সেলফি তোলার জন্য ট্যাবলেট সেলফি স্টিক বের হলে তা নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন। এবার সবকিছু ছাপিয়ে রীতিমতো ল্যাপটপ দিয়ে সেলফি তোলার স্টিক তৈরি হয়ে গেল।

তবে ম্যাকবুক উপযোগী করে স্টিকটি তৈরি করায় এর নামও দেওয়া হয়েছে ‘ম্যাকবুক সেলফি স্টিক’। হাতে দেখতে অদ্ভুত লাগলেও ম্যাকবুকের বিল্ট-ইন ক্যামেরাকে বেশ ভালোভাবেই ব্যবহার করা যাচ্ছে সেলফি স্টিকের মাধ্যমে।

ক্যামেরাবিষয়ক ওয়েবসাইট পেটাপিক্সেল এবং টাইমের ওয়েবসাইট থেকে জানা গেছে এই অভিনব সেলফি স্টিকের ব্যাপারে। এ ছাড়া মিলেছে বেশ কিছু চমকপ্রদ ছবিও।
Read More News

বিশাল সেলফি স্টিকের ওপরে যেকোনো ল্যাপটপ রেখেই এটি ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, স্কাইপে ভিডিও কলিং করতে কিংবা সেলফি তুলতে এই সেলফি স্টিক ব্যবহার করা যাবে।

তবে এখনই ম্যাকবুক সেলফি স্টিক কেনার জন্য অস্থির হয়ে উঠবেন না। ম্যাকবুক সেলফি স্টিক বাজারে বিক্রির জন্য বানানো হয়নি। এটি আসলে ময়সেস, জন ইয়ুভি ও টম গলের একটি আর্ট প্রজেক্ট। এই তিন ব্যক্তিই ‘অ্যাকচুয়াল নেটফ্লিক্স অ্যান্ড চিলিং রুম’-এর মূল হোতা।

তবে সাধারণ মানুষ যদি জিনিসটি পছন্দ করে এবং গ্রহণ করে নেয়, তবে খুব জলদি এটি হয়তো বাজার গরম করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *