জাতীয় সঙ্গীত ভুল গাওয়ার অভিযোগে উল্লাস পিআর নামের এক চলচ্চিত্র নির্মাতা বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ভারতের ‘প্রো-কবাডি’ লিগে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে ছিলেন সানি লিওন। ঘটা করে টুইটারে ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু, সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি এই তারকার।
Read More News
চল্লচিত্র নির্মাতা উল্লাস কয়েকদিন আগেও খবরের শিরোনামে এসেছিলেন একই অভিযোগে। সেই সময় তার নিশানায় ছিলেন স্বয়ং বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। উল্লাসের অভিযোগ ছিল, টি-২০ ওয়ার্ল্ড কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় জাতীয় সঙ্গীত গাইতে বেশি সময় নেন বিগ বি এবং ‘সিন্ধ’ শব্দটিকে ‘সিন্ধু’ উচ্চারণ করেন তিনি।
এই ‘সিন্ধ’-এর ভুল উচ্চারণ নিয়েই ফের সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। সানির তরফে অবশ্য এখনও এই অভিযোগের কোন উত্তর মেলেনি।