সদ্যই মুক্তি পেয়েছে সারা ও কার্তিক অভিনীত ছবি, ” লাভ আজ কাল”। ইমতিয়াজ আলি এই ছবির পরিচালক। তবে দর্শকের মনে প্রথম কয়েকদিনে তেমন জায়গা করতে পারেনি এই ছবি। আগের ‘লাভ আজ কাল’-এর সঙ্গে অনেকেই টেনে ফেলছেন তুলনা। বলছেন আগের ছবিটাই ভাল ছিল। আগের ‘লাভ আজ কাল’ এ অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন ও সইফ আলি খান।
Read More News
তবে সারা ও কার্তিক মন দিয়ে করেছেন কাজ। তাই সারার মন ফুরফুরে। নবাব পুত্র ও অমৃতা সিংয়ের ডিভোর্সের পর সারা ও তাঁর ভাই মা অমৃতার সঙ্গেই থাকেন। দুই ছেলে মেয়েকে যত্নে বড় করেছেন অমৃতা। সারা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালে, সারা রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
সারা তাঁর মায়ের সঙ্গেই থাকেন। মায়ের মতোই হতে চায় সারা। আর সেই জন্যই মায়ের মতো সেজে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘যেমন মা, তেমন মেয়ে’। ইতিমধ্যেই ৫ লাখ লাইক ছাড়িয়েছে এই ছবি।