অভিনয় দক্ষতার পাশাপাশি মোহময়ী শরীরের অধিকারি বলিউডের গ্ল্যামডল অনুষ্কা শর্মা। এবার নিজের জিম-রহস্যের ঝলক দিলেন খোদ অনুষ্কা শর্মা। ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভিডিয়ো। আর সেখানেই দিলেন চমকও। ৩০ কেজির বারবেল ওয়েট লিফটিং করতে দেখা গেল অভিনেত্রীকে।
Read More News
ভিডিয়ো-পোস্টে অনুষ্কা লিখেছেন, ‘আমিও পারি ভাই।’ দীর্ঘশ্বাস নেওয়ার পর ভারী ওজন তুলেও দেখান অনুষ্কা। অভিনেত্রীর জিমের ভিডিয়ো ভাইরাল হতে সময় লাগেনি।
অনুষ্কা শর্মাকে শেষ দেখা গিয়েছিল ২০১৮-তে, শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাতে। যদিও আনন্দ এল রাইয়ের নির্দেশনার এই সিনেমাটি বক্সঅফিসে চলেনি। এরপর নতুন কোনও ছবি সই করেননি অনুষ্কা। যদিও টিনসেল টাউনের জল্পনা, ফারাহ খান পরিচালিত ‘সত্তে পে সত্তা’র রিমেকে দেখা যাবে অনুষ্কাকে।
তবে এরমধ্যেই কখন স্বামী বিরাটের সঙ্গে নিউ জিল্যান্ডে আবার কখনও ডব্বু রতনানির ২০২০ ক্যালেন্ডার শ্যুটে দেখা গিয়েছে সুন্দরী অভিনেত্রীকে।