অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাতৃ দিবসে মা ও শাশুড়ি মায়ের জন্য আবেগঘন বার্তা দিলেন। মা মধু চোপড়া ও শাশুড়ি ডেনিস জোনাসের পাশাপাশি তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য মাতৃসমদেরও কুর্নিশ জানাতে ভোলেননি তিনি।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মা-শাশুড়ির সঙ্গে তাঁর একাধিক ছবির ভিডিয়ো পোস্ট করেছেন দেশি গার্ল। ব্যাকগ্রাউন্ডে নিজের গলায় একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। ককোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় বর্তমানে হাবি নিক জোনাসের সঙ্গে আমেরিকাতেই রয়েছেন কোয়ান্টিকো স্টার।
ভিডিয়োটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বের সব মাতৃসম ব্যক্তিত্বকে জানাই হ্যাপি মাদার্স ডে। আজ আমরা আপনাদের সেলিব্রেট করব, তোমাদের ভালোবাসি মধু চোপড়া ও ডেনিস জোনাস।’
Read More News
ভিডিয়োতে যে বার্তা প্রিয়াঙ্কা দিয়েছে, তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার মা, শাশুড়ি ও আমার জীবনের অন্যান্য মাতৃসমদের আজ জড়িয়ে ধরতে পারছি না বলে মনটা ভারী হয়ে আছে। তাই যে ভাগ্যবানরা আজ বাড়িতে আছেন, তাঁরা আরও একটু শক্ত করে মাকে জড়িয়ে ধরুন। সব মায়েদের যাঁরা আমাদের পৃথিবীতে এনেছেন, যাঁরা আমাদের প্রতিটা দিন জীবন দান করেছেন, তাঁদের সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে।’