এবার করোনা ভাইরাস সনাক্ত করবে ফেসমাস্ক। এই মাস্কটি করোনা শনাক্ত করতে পারবে। কারো করোনা ভাইরাস থাকলে সে তা চিহ্নিত করে জ্বলে উঠবে।
হার্ভার্ড ও এমআইটির গবেষকরা বিশেষ ফেসমাস্ক উদ্ভাবন করছেন। এই গবেষক টিমে আছেন জিম কলিন্স। তিনি নতুন করোনা ভাইরাস আসার আগে থেকেই এ নিয়ে কাজ করছিলেন। ২০১৪ সালে এমআইটিতে তার বায়োইঞ্জিনিয়ারিং ল্যাবরোটিরিতে এমন একটি সেন্সর তৈরির কাজ শুরু করেন, যা ইবোলা ভাইরাসকে শনাক্ত করতে পারবে। এমআইটি এবং হার্ভার্ডের বিজ্ঞানীদের ক্ষুদ্র একটি দল তাদের গবেষণা প্রকাশ করেন ২০১৬ সালে। তারপরথেকে তারা জিকা ভাইরাসের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে কাজ করছিলেন।
Read More News
যখন কোনো ব্যক্তি শ্বাস প্রশ্বাস নেবে, কাশি বা হাঁচি দেবে তখন স্বতস্ফূর্তভাবে সিগন্যাল দেবে এমন একটি ফেসমাস্ক ডিজাইন করছে তার টিম। যদি এই প্রযুক্তি সফল হয় তাহলে তাপমাত্রা পরীক্ষা করার মতো অন্যান্য পরিমাপক ব্যতিরেকেই করোনা শনাক্ত করা যাবে। তার টিম এখনও এর ডিজাইন নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করছেন।