করোনার জেরে আমেরিকায় মৃত্যুমিছিল চলছেই। এরই মধ্যে কেঁপে উঠল মার্কিন মুলুক। করোনা আবহের মধ্যেই ভূমিকম্প হওয়ায় নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৫।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা নাগাদ কম্পন অনুভূত হয়। নেভাদার টোনোপাহ শহরের ৫৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এর কেন্দ্র। ভূ-পৃষ্ঠের ৭.৬ কিলোমিটার গভীরে এর উৎস। আমেরিকার বেকার্সফিল্ড, ফ্রেসনো এবং সাকরামেন্টোতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরে মার্কিন মুলুকে কম্পন অনুভূত হয়। যদিও সেই তীব্রতা ছিল খুব কম।
Read More News
ভূমিকম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনিতেই করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। আক্রান্ত হয়েছে সাড়ে ১৪ লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৮৭ হাজার। এই বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।