১৯৭২ সালে ‘সমাধি’ ছবিতে লতা মঙ্গেশকারের গাওয়া ‘কাঁটা লাগা’ গানটি ২০০২ সালে ডিজে ডল ফিট রিমিক্স হয়েছিল। সেই গান যে কী পরিমাণ হিট করেছিল তা সকলেরই মনে থাকার কথা। রিমিক্স গানের দুনিয়ায় এই গানটি যেন চিরকালের হিট। আর সেই গানের শ্যুট করার জন্য মাত্র ৭০০০ টাকা পেয়েছিলেন শেফালি জরিওয়ালা।
শেফালি তখন ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করছিলেন। সেই সময় পরিচালক রাধিকা রাও এবং বিনয় সাপরু তাঁকে দেখতে পান এবং ওই মিউজিক ভিডিয়ো করার জন্য অফার দেন। আর তার পরেই শেফালি যেন একটি গানেই সুপারস্টার। অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই সময়ের নানা অজানা কাহিনি শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, এই কাঁটা লাগা রিমিক্স তাঁর জীবনের সাফল্যের চাবিকাঠি। যদিও সেই সময় তাঁর বাবা তীব্র আপত্তি জানিয়েছিলেন।
Read More News
শেফালি বলেছেন, পড়াশোনার পরিবার থেকে আমি এসেছি। সেই সময় কলেজে পড়ছি। বাবা মা বলেছেন পড়াশোনায় মন রাখতে। কিন্তু সেই সময় এল অফার। তাও আবার টাকাও পাব। সেই সময় গানটি শ্যুট করে ৭ হাজার টাকা পেয়েছিলাম। আমি আসলে নিজেকে টিভিতে দেখতে চাইছিলাম।
শেফালি এ নিয়ে আরও জানান, ‘আমার বাবা একেবারে বিরোধী ছিলেন। মাকে কোনও মতে রাজি করেছিলাম। পরে বাবাকে। আর গানটা এমন হিট হল যে যেন স্বপ্ন। এটাই আমার জীবন একেবারে বদলে দিল তখন।’
শেফালী জারীওয়ালা একজন বলিউড অভিনেত্রী, যিনি বেশ কয়েকটি ইংরেজি এবং হিন্দি ভাষার সঙ্গীত ভিডিও এবং বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০০৪ সালে একটি বলিউড চলচ্চিত্র মুজসে শাদি করোগিতে বিজলি চরিত্রে অভিনয় করেছেন। পরবর্তীতে, তিনি তার প্রেমিক, পরাগ তেয়াগীর সাথে স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় নৃত্যানুষ্ঠান নাচ বলিয়ে ৫-এ প্রতিযোগিতা করেন। ২০১৮ সালে, তিনি এএলটি বালাজির ওয়েব সিরিজ বেবি কাম না-এ প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ১৩তম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।
শেফালী জারীওয়ালা সংগীতশিল্পী হরমিত সিংয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ২০০৯ সালে তিনি তার স্বামীর সাথে প্রকাশ্য বিবাহ বিচ্ছেদে জড়িত পড়েন। অতঃপর ২০১৪ সালে, তিনি অভিনেতা পরাগ তেয়াগীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
https://www.youtube.com/watch?v=DjlmltN0pNk