ঘূর্ণিঝড়ের কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ

ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর কারণে সাময়িক সময়ের জন্য দেশের বিভিন্ন নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাটে নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ থাকবে।

সরকারঘোষিত চলাচলে বিধিনিষেধকে উপক্ষো করে এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঠালবাড়ি এবং মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে হাজার হাজার মানুষ বাড়ি ফেরা শুরু করেছেন।
Read More News

এদিকে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে লোকজনকে বাড়ি ফেরা ঠেকাতে সোমবার বিকেল ৩টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

অন্যদিকে, বিআইডব্লিউটিএ মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুটে প্রায় ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শত শত গাড়ি ও মানুষ টার্মিনালে আটকা পড়লে গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *