জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী “ওবাদিয়াহ মোয়োকে” বরখাস্ত করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট এমারসন মানানগাগোয়া এক আদেশে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহকে বরাখাস্ত করেন।

প্রেসিডেন্টের ওই আদেশে বলা হয়, সরকারের একজন মন্ত্রী হিসেবে যথাযথ নয় এমন কাজের জন্য ওবাদিয়াহ মোয়োকে বরখাস্ত করা হলো। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে। এর আগে স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে ওবাদিয়াহ মোয়োকে গ্রেপ্তার করা হয়।

তাঁর বিরুদ্ধে ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পেতে সাহায্য করার অভিযোগ উঠেছে।
Read More News

দেশটির দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জন মাকামুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওবাদিয়াহকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এ ঘটনায় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর আগে জিম্বাবুয়ের সাবেক পর্যটনমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *