গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। শিল্পীর মৃত্যুর সময় তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবার মৃত্যু সংবাদ শুনে দেশে ফিরেছেন তারা।
Read More News
দেশে ফিরে এন্ড্রু কিশোরের শেষ বিদায়ের সকল প্রস্তুতি নিয়েছে তার ছেলে এন্ড্রু সপ্তক ও মেয়ে এন্ড্রু সঙ্গা। আজ (১৫ জুলাই) দুপুরে রাজশাহীতে বাবা মায়ের পাশে সমাধিস্থ করা হবে এন্ড্রু কিশোরকে। এর আগে সকাল ৯টায় স্থানীয় রাজশাহীর স্থানীয় চার্চে নেওয়া হয়েছে এন্ড্রু কিশোরের মরদেহ।
প্রিয় এই শিল্পীর পরিবারের সদস্যরা ও ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন তাকে। ফুলে ফুলে সেজেছেন এন্ড্রু কিশোর।
চার্চের আয়োজন শেষ হলে এন্ড্রু কিশোরের মরদেহ নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এন্ড্রু কিশোর। ৯ মাস পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর ১১ই জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন। তারপর ঢাকার বাসায় বেশকিছু দিন অবস্থান করে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে রাজশাহী চলে আসেন। সেখানে তার বোনের বাসা সংলগ্ন ক্লিনিকেই ছিলেন। ৬ জুলাই না ফেরার দেশে চলে যান এ শিল্পী।