শোবিজ ছেড়ে ধর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজানা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর পাঁচ মাস পর দুবাই থেকে দেশে ফিরেছেন। দেশে করোনা শুরুর আগেই দু্বাই গিয়েছিলেন সুজানা। সেখানে তার পরিবার রয়েছে। পাশাপাশি বুটিক্সের কাজের জন্যও মাঝেমধ্যে দুবাই যেতে হয় তাকে।

এদিকে এবার করোনার কারণে পাঁচ মাস তাকে দুবাই থাকতে হয়েছে। এই সময়ে তিনি করোনার কারণে বেকার হয়ে পড়া দুবাই প্রবাসীদের পাশে দাড়িয়েছিলেন নিজের সাধ্যমতো। শুধু তাই নয়, দুবাই থেকে দেশের অনেকের জন্যও সহায়তা পাঠিয়েছেন সুজানা। তার এই সহযোগীতা এখনও অব্যহত রয়েছে।
Read More News

এদিকে মাস দুয়েক আগেই তিনি শোবিজ ছেড়েছেন। শোবিজ ছেড়ে ধর্মে-কর্মে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সুজানা জানিয়েছিলেন, গত কয়েক মাসে কোরআন, হাদিস থেকে যা শিখেছি সেখান থেকে আমি যে শান্তি পেয়েছি, তা আগে কখনই পাইনি। আমার মন থেকে মিডিয়ায় কাজের ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই আমি মিডিয়াতে আর কাজ করবো না। এদিকে এবার দেশে বেশিদিন থাকবেন না সুজানা। ৩ সেপ্টেম্বর মা’সহ উড়াল দেবেন দু্বাইয়ের উদ্দেশ্যে। তার আগে আগামীকাল নিজের বুটিক্সের নতুন শো রুমের উদ্বোধন করবেন রাজধানীর গুলশানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *