স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তাঁর স্ত্রী মেহবুবা আলম।
হুইপের পরিবার সূত্র জানায়, এখনো স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
Read More News
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আজই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। আমার স্ত্রীও করোনা পজিটিভ। সে গত ১২ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছে।’