ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ মঙ্গলবার রাত ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।
Read More News
এদিকে, এ রুটে ফেরি বন্ধ থাকায় পারের অপেক্ষায় উভয় ঘাট এলাকায় আটকা পড়তে শুরু করেছে বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানাবাহন। পাটুরিয়া ঘাটে রয়েছে কয়েক শতাধিক যানবাহন। এতে যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক বলেন, ‘রাত ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এর ফলে ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে।