সোশ্যাল মিডিয়ার যশ-নুসরতকে নিয়ে গুঞ্জন

সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার ডালপালা মেলল যশ-নুসরতকে নিয়ে। কিছুদিন আগে যশ আর নুসরত দু’জনেই ছিলেন রাজস্থানে। সোশ্যাল মিডিয়ায় কেউ তা গোপন করার চেষ্টা করেননি। মঙ্গলবার আবার এমন একটি ছবি প্রকাশ্যে, যাতে ইঙ্গিত রয়েছে রাজস্থানে যাওয়ার আগে দু’জনে দক্ষিণেশ্বর কালীমন্দির গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে নুসরত গোলাপি শাড়িতে। হাতে শাঁখা-পলা। এমনকী কপালে সিঁদুরও। সাংসদ অভিনেত্রীর এক পাশে রয়েছেন যশ। আর অন্য পাশে মদন মিত্র। জানা যায়, নভেম্বর মাসে তিনি গিয়েছিলেন দক্ষিণেশ্বর।
Read More News

এমনিতে টলিউডের যে-সব দম্পতি নিয়ে কানাঘুষো চলে তাঁদের মধ্যে রয়েছে নুসরত আর তাঁর স্বামী নিখিল জৈন। এও শোনা যায়, গত বছর জুলাইতে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় ঘনিষ্ঠতা বাড়ে যশ দাশ গুপ্ত আর নুসরত জাহানের মধ্যে। এরপর ঘটনাক্রম বেশ দ্রুত। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিজ্ঞাপন দেখা যায় যার মর্মার্থ, গ্রাম আর শহরতলিতে বিনোদনের অনুষ্ঠান করবেন যশ-নুসরত, একসঙ্গে। এরপর রাজস্থান। ছুটি কাটানো। সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল ছবিরই সত্যতা যাচাই করা যায় না। তবে যশ-নুসরতে মঙ্গলবারের ছবিটি যদি ‘ফেক’ না হয়, তা হলে যশের সঙ্গে শাঁখা-পলা নিয়ে দক্ষিণেশ্বর ঘুরে এসেছেন নুসরত। সুতরাং, বাকিটা ব্যক্তিগত নয়, বরং বেশ প্রকাশ্যই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *