দিশা পটানি বোল্ড ছবির জন্যই যেন সব সময় রয়েছেন আলোচনার ঠিক কেন্দ্রবিন্দুতে৷ তাঁর ফিগার, দারুণ ফিটনেস, নজরকাড়া ড্রেসিং সেন্স নিয়ে সর্বদাই তিনি লাইম লাইটে। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘মালাঙ্গ’-তে৷
টাইগার শ্রফের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর এ বার একেবারে নতুন নায়কের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাঁকে৷ ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল দিশা পটানি-আদিত্য রায় কাপূরের ছবি ‘মালাঙ্গ’৷ ছবি মুক্তির আগেই দিশা-আদিত্যর কিসিং সিন দারুণ সাড়া ফেলেছিল নেট দুনিয়ায়৷
Read More News
এ বারও বিকিনিতে ঝড় তুললেন দিশা৷ হট পিঙ্ক বিকিনিতে সোশ্যাল মিডিয়া কাঁপালেন বলিউডের বিকিনি বেব৷ এমনিতে সবসময়ই নিজের ফিটনেস আর ফিগারের জন্য চর্চায় থাকেন দিশা। কখনও নিজের ঘরের কাজের ভিডিও, কখনও বোল্ড ফটোশ্যুটের ছবি, কখনও জিমে কসরৎ আবার কখনও নিজের পারফরম্যান্সের ভিডিও নিয়মিত আপলোড করেন তিনি৷
দিশা পাটানি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল, যিনি হিন্দি ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। পাটানি ভারতের বারেইল্লেইতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ২০১৩-এ ভারতের ইন্দোরে অনুষ্ঠিত হওয়া “ফেমিনা মিস ইন্ডিয়া”, যেটি ভারতের জাতীয় সৌর্ন্দয প্রতিযোগিতা, এতে তিনি প্রথম রানার্স-আপ স্থান অর্জন করেছিলেন।
২০১৫-এ তিনি ক্যাডবেরি ডেইরি মিল্ক এর বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন যেটি তাকে ব্যাপক পরিচিত করে। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫-এ পুরি জগন্নাথের পরিচালিত লোফার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি টাইগার শ্রফের সঙ্গে “বেফিকরা” নামের একটি গানের ভিডিওতে অংশগ্রহণ করেন। তার এর পরবর্তী চলচ্চিত্র হচ্ছে এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। এম.এম ধনি বায়োপিকে তার অভিনয় ব্যাপকভাবে সমাদৃত হয় এবং বক্স অফিসেও ব্যাপক সাফল্য লাভ করে চলচ্চিত্রটি। তিনি জ্যাকি চ্যানের কুং ফু ইয়োগা চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হন যেটি ২০১৭-এর ৩ই ফেব্রুয়ারি মুক্তি পায়।
https://www.instagram.com/p/CLV11-UAgpq/?utm_source=ig_embed