জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান কার্যক্রম চলমান রাখায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Read More News
আজ সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন এই অভিযান পরিচালনা করেন।
ফরিদা ইয়াসমীন জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শহরের কলেজ রোডে সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও কলেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে স্বাস্থ্যবিধি না মেনে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।