নাইজেরিয়ান শিল্পীর কণ্ঠে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’

নাইজেরিয়ান কণ্ঠশিল্পী প্রিন্সেস বোলা জাইগেদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলা গান গাইলেন। শ্রোতাপ্রিয় ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গেয়েছেন তিনি। নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজন এক অনুষ্ঠানে গানটি করেছেন তিনি।

‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলি। ১৯৯০ সালে লেখা গানটির মূল শিল্পী সাবিনা ইয়াসমীন। এ গানের মাধ্যমে তিন দশক ধরে বঙ্গবন্ধুভক্ত অসংখ্য মানুষের ভালোবাসাও পেয়েছেন তারা।
Read More News

জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনের থিম ‘মুজিব চিরন্তন’। ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এ আয়োজন। আয়োজনের অংশ হিসেবেই এ গান গাইলেন নাইজেরিয়ান শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *