গাইবান্ধা জেলার ওপর দিয়ে আজ বিকেলে কালবৈশাখীর ঝড় বয়ে গেছে। ঝড়ের আঘাতে বিভিন্ন উপজেলায় চারজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে আরও ৪০ জন।
জেলা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে জেলার সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও ফুলছড়ি উপজেলার ওপর দিয়ে হঠাৎ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে তিন উপজেলায় চারজনের মৃত্যু হয়। এর মধ্যে পলাশবাড়ী উপজেলার বেতাকাপা গ্রামে এক নারীসহ দুজন, সুন্দরগঞ্জে একজন এবং ফুলছড়িতে একজন নিহত হয়েছে।
Read More News
স্থানীয়রা জানিয়েছে, ঝড়ে বহু বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে ও উড়ে যাওয়া চালের টিনের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।