করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
এক টুইট বার্তায় অক্ষয় কুমার লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা-বার্তা ও প্রার্থনার জন্য, মনে হচ্ছে সেগুলো কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতাস্বরূপ চিকিৎসকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আশা করছি, দ্রুত বাড়ি ফিরে যাব। নিজের যত্ন নিন।’
কয়েকদিন আগেই ‘রাম সেতু’ ছবির শ্যুটিং শুরু করেছিলেন অক্ষয় কুমার। সেই ছবির সেট থেকেই করোনা পজিটিভ হয়েছেন অক্ষয় কুমার। তার পরেই জানা গিয়েছে, ছবির সেটের প্রায় ৪৫ জন কলাকুশলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার অক্ষয় নিজেই সোশ্যাল মিডিয়ায় করোনা পজিটিভ হওয়ার কথা ঘোষণা করেছেন। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবির শ্যুটিংয়ের জন্য প্রায় ১০০ জন ক্রিউ সদস্যের যোগ দেওয়ার কথা ছিল। সোমবার মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকার সময়ই ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন জানা যায়। ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরই এই ছবির শ্যুটিংয়ের প্রায় অর্ধেক ক্রিউ সদস্য ভাইরােস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি অশোক দুবে বলেছেন, ‘রাম সেতুর সেটে সব রকম সতর্কতা নেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত ৪৫ জন জুনিয়র আর্টিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়েছে।’
Read More News
ভারতে সম্প্রতি আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। দেশটির মহারাষ্ট্র রাজ্যের করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি বিপজ্জনক। একাধিক বলিউড তারকা এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।