সম্প্রতি কারিনা কাপুরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঠে এসেছে নবাব আর নবাবজাদাদের একটি ব্যক্তিগত মুহূর্ত। দেখা যাচ্ছে যে বড় ছেলে তৈমুর আলি খানকে কোলের কাছে টেনে নিয়ে বসে বসে ছোট ছেলের হাত-পা ছোড়া দেখছেন সাইফ। বাবা আর বড় ছেলে পরে আছেন একেবারে এক রকমের পোশাক- গোল গলা টি-শার্ট আর সাদা লোয়ার। তফাতের মধ্যে সাইফের ফুল আর তৈমুরের হাফ! আর খুদে একটা নীল রঙের পোশাকে শুয়ে আছে অয়েল ক্লথের উপরে। তার মুখ করিনা দেখতে দেবেন না, তাই একটা বেবি ফেস ইমোজি বসিয়ে দিয়েছেন ছোট ছেলের মুখের জায়গায়। ইমোজির খোকা ন্যাড়া মাথা হলেও সাইফিনার দ্বিতীয় সন্তানের কিন্তু এর মধ্যেই বেশ একমাথা চুল হয়েছে, দাদা তৈমুরের মতোই তার মাথাও ঝাঁকড়া চুলে ভরা!
Read More News
অবশ্য খুদের দাদামশাই রণধীর কাপুর এর আগে জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে যে ভাই একেবারে দাদা তৈমুরের মতোই দেখতে হয়েছে। ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে এই মিলের ব্যাপারটা স্পষ্ট। তবে এই ছবির নিচে মামাবাড়ির তরফে কেউ কোনও কমেন্ট বা রিয়্যাকশন পোস্ট করেননি। শুধু করিনার ঘনিষ্ঠ বন্ধু অমৃতা অরোরা একটা লাল রঙের হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা জ্ঞাপন করেছেন। তবে খুদের ছোট পিসি সাবা আলি খান (Saba Ali Khan) কমেন্ট করেই মনের কথা জানাতে ভোলেননি। সবাই যেন সাবধানে থাকে আর উইকেন্ডটা ভালো ভাবে কাটে, এই কামনা করেছেন তিনি!
https://www.instagram.com/p/CNt1F_1phv5/?utm_source=ig_embed