কানাডার প্রধানমন্ত্রী ও তার স্ত্রী টিকা নিলেন

কোভিড-১৯ এর টিকা নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। শুক্রবার (২৩ এপ্রিল) ওটোয়ায় করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন। তারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ করলেন।

টিকা নেওয়ার পর ট্রুডো বলেন, আমি খুব উচ্ছ্বসিত। এক ফেসবুক লাইভে তিনি আরও বলেন, আজ সোফি এবং আমি ভ্যাকসিন পেয়ে খুশি। আপনাদের পালা এলে আপনারাও অবশ্যই টিকা নেবেন।
Read More News

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে বিতর্ক থাকায় কানাডায় শীর্ষ স্থানীয় প্রায় সকল রাজনৈতিক নেতারা এই ডোজ গ্রহণ করেন। তাদের মধ্যে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড, টরন্টো মেয়র জন টরি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হাজদু, এনডিপি নেতা জগমিত সিং এবং আরও অনেকেই রয়েছেন।

কানাডায় প্রথম করোনা হানা দিয়েছিলো প্রধানমন্ত্রী ট্রুডোর ঘরেই। গত বছর লন্ডন থেকে ফিরেই সোফি গ্রেগোয়ার করোনায় আক্রান্ত হন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় হলেও তিনি ভ্যাকসিন নেননি। জাস্টিন মিডিয়াকে জানিয়েছেন, যখন তার পালা আসবে, তখনই নিয়ম মোতাবেক ভ্যাকসিন নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *