মার্কিন বাহিনীর কাছ থেকে সেনাঘাঁটিগুলো দখল পাওয়ার পর থেকেই তালেবানদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আফগান সেনাবাহিনী। এসব অভিযানে এখন পর্যন্ত ৬২ তালেবান নিহত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আরব নিউজ মঙ্গলবার (৪ মে) তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে এক বিবৃতিতে আফগান সরকার জানিয়েছে, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি মার্কিনীদের থেকে বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬২ তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ জন সদস্য।
Read More News
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন।