বক্স অফিস দখলের লড়াইয়ে বেল বটম ও সূর্যবংশী

সালমান খানের ছবি ঈদের সময় আর আমির খানের ছবি বড়দিনে, এইভাবে একেক খানের ছবির কিছু গতে বাঁধা সময় আছে। তবে অক্ষয় কুমারের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তিনি হলেন মিডাস কুমার! যাই ধরেন সোনা হয়ে যায়! ফলে যে সময়েই ছবি রিলিজ হোক না কেন, ঠিক চলবেই। এমন ধারণা পোষণ করেন অক্ষয়ের পরিচালক ও প্রযোজকগণ।

কিন্তু একই সঙ্গে দু’খানা অক্ষয়ের ছবি একই দিনে মুক্তি পেল, সূর্যবংশী ও বেল বটম ছবি দুটো নিয়ে।
Read More News

সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে যদি আগস্ট মাসে সিনেমা হল খুলে যায়, তাহলে স্বাধীনতা দিবসের দিন হলে মুক্তি পাবে এই ছবি। আর একই দিনে সম্ভবত কোনও একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বেল বটমও। অক্ষয় বলেন যে তিনি এটা দেখে আপ্লুত যে তাঁর ভক্তরা এইভাবে অধীর আগ্রহে দু’টো ছবির জন্য অপেক্ষা করছে। হৃদয়ের গভীর থেকে তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি এও বলেন যে এত তাড়াতাড়ি আগস্ট মাসের কথা বলা সম্ভব নয়। দুটি ছবির প্রযোজক ও টিম এই বিষয়ে চিন্তাভাবনা করছে। সঠিক সময়ে ছবি মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী মুক্তির কথা ছিল গত বছর মার্চ মাসে। সম্ভবত স্কুল কলেজে পরীক্ষা শেষের সময়কেই টার্গেট করা হয়েছিল। অতিমারীর জন্য ছবি এক বছর পিছিয়ে এই বছরে ৩০ এপ্রিল মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এই বছরেই অবস্থা সঙ্গিন দেখে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। লকডাউন শেষ হওয়ার পর গত বছরে বেল বটম ছবির শ্যুটিং শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *