কওমি মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এজন্য ২১ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাদ্রাসা) আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
Read More News
কমিটিতে অন্যদের সঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসানসহ কওমি মাদ্রাসা কেন্দ্রিক আরও কয়েকজন প্রতিনিধিকেও রাখা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নীতিমালা তৈরির পাশাপাশি কওমি মাদ্রাসা সংক্রান্ত পৃথক ছয়টি বোর্ডকে সমন্বয় করে একটি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গঠনের প্রস্তাব তৈরি করে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে সুপারিশ করবে।