প্রেমিকা নিয়ে বিপাকে চঞ্চল চৌধুরী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘ডার্কলি রোস্টেড কফি’ শিরোনামে একটি নাটক দেখা যাবে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী, ফারিয়া শাহরিন, মায়মুনা ফেরদৌস মমসহ অনেকেই।
Read More News

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক এজাজ মুন্না জানিয়েছেন, সত্য বলতে অভ্যস্ত চঞ্চল প্রেম করতে গিয়ে নিজের প্রাক্তন প্রেমিকাদের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করতেই থাকে। আর তাতে বিরক্ত হয় বর্তমান প্রেমিকা। সম্পর্ক যখন অবনতির পর্যায়ে, তখন গিফট নিয়ে চঞ্চল যায় প্রেমিকার বাসায়, সেখানেই কাকতালীয় ভাবে প্রাক্তন প্রেমিকার দেখা পায়। সেই ঘটনা শেষ হয় ডার্কলি রোস্টেড কফি শপে। সেই গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।

আসন্ন ঈদুল আজহার আয়োজনে মার্চ টোয়েন্টি সিক্স প্রযোজিত ‘ডার্কলি রোস্টেড কফি’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *