তৃতীয় লিঙ্গের অভিনয়শিল্পী হিসেবে প্রথমবারের মতো এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়ে ইতিহাস গড়লেন “এমজে রদ্রিগেজ”। এফএক্সের জনপ্রিয় শো ‘পোজ’ এর ব্লাঙ্কা চরিত্রের জন্য শীর্ষ অভিনেত্রী হিসেবে অসাধারণ অভিনয়ের জন্য মঙ্গলবার ঘোষিত এমি অ্যাওয়ার্ড ২০২১-এর মনোনয়ন তালিকায় জায়গা করে নেন রদ্রিগেজ। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড।
Read More News
মনোনয়ন পাওয়ার পর ভ্যানিটি ম্যাগাজিনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় রদ্রিগেজ জানান, নিজেকে প্রকাশিত এবং প্রতিনিধিত্বকারী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার সহ-অভিনয় শিল্পীরা আমাকে দেখছে, শিল্প জগতের আশেপাশের মানুষ আমাকে দেখছে। আমার নৈপুন্য আর শিল্পীসত্ত্বা দিয়ে বিশ্বকে আমি কতটা ভালোবাসা দিতে চাই সেটাও সবাই অনুধাবন করতে পারছে।
মঙ্গলবার ছোট পর্দার সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ড ২০২১। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চেডরিক।