বিধিনিষেধ উপেক্ষা করে আজও ফেরিতে মানুষের ঢল নেমেছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন তারা। স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ফিরছে নানা অজুহাতে।
ফেরিঘাটে উপচেপড়া ভিড়ে স্বাস্থ্যবিধি নেই। লঞ্চ কিংবা স্পিডবোট বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ফেরি পাড়ে ভিড়লেই নামতে ও উঠতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের। এরপর রাজধানীতে ফিরতে অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে। বিধিনিষেধ না মানার ব্যাপারে নানা অজুহাত দেখাচ্ছেন তারা।
Read More News
বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ঘর থেকে যারা বের হচ্ছেন যৌক্তিক কারণ দেখাতে না পারলেই জরিমানা করা হচ্ছে তাদের।
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরসে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে। তবুও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা গেছে।
ঈদ উপলক্ষে চলমান কঠোর লকডাউন ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়। শুক্রবার ২৩ জুলাই থেকে আবারও শুরু হয়েছে কঠোর লকডাউন। চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।