মডেল মৌ আক্তার ফের রিমান্ডে

মোহাম্মদপুরের বাসা থেকে ইয়াবাসহ গ্রেফতার মডেল মৌ আক্তার মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতব্রত সিকদার শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

এদিন দুপুর সাড়ে ১২টায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মডেল মরিয়ম আক্তার মৌকে। এ সময় ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
Read More News

এর আগে গত ২ আগস্ট ঢাকার সিএমএম আদালত মডেল মৌকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিন দিন করে রিমান্ড দেন। সেই রিমান্ড শেষে হলে তাঁকে আবারও আদালতে হাজির করা হয়েছে।

গত ১ আগস্ট রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে মডেল মৌ আক্তারকে আটক করে পুলিশ। এ সময় মাদক জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *