মুক্তি পেল মীরা নায়ারের নতুন ছবি ‘আ সুটেবল বয়’-এর ট্রেলার। বিবিসি ওয়ানের এই ট্রেলার আজই মুক্তি পেয়েছে। ট্রেলারে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তাব্বু আর ঈশান খট্টরকে। বিক্রম শেঠের বইয়ের উপর আ সুটেবল বয়- ভিত্তি করে এই সিরিজ। চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু ডেভিস।
এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাব্বু আর ঈশান। একজনের বয়স ৪৮, অন্যজন সবে মাত্র ২৪। ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, দুই অসম বয়সীর সম্পর্কের রসায়ন ফুটে উঠবে ছবির গল্পে। স্বাধীনতার পরের প্রেক্ষাপটে চারটি পরিবারের গল্প বলা হচ্ছে গোটা ছবিতে। প্রধান চরিত্রে রয়েছেন রূপা মেহরা (মাহিরা কক্কর)। যিনি তাঁর ১৯ বছর বয়সী মেয়ে লতা (তানিয়া মানিকতলা)-র জন্য একটি ‘আ সুটেবল বয়’ ছেলে খুঁজছেন বিয়ে দেওযার জন্য। এর মধ্যেই জড়িয়ে পড়ে মান কাপুর (ঈশান খট্টর), তাঁর বাবা মহেশ কাপুর (রাম কাপুর) এবং সহিদা বাঈ (তাব্বু)।
Read More News
‘নো ফিল্টার নেহা’ টক শোয়ে উপস্থিত হয়ে ঈশান দর্শকদের সঙ্গে শেয়ার করেছিলেন এই রকম একটা চরিত্রে তাব্বুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। বলেছিলেন, উনি এতটাই অসাধারণ, ওঁনার সঙ্গে অভিনয় করার সময় নিজের পরিশ্রম অর্ধেক হয়ে যায়।
এই নিয়ে দ্বিতীয়বার মীরা নায়ারের সঙ্গে কাজ করছেন তাব্বু। প্রথমবার তিনি অভিনয় করেছিলেন ‘দ্য নেমশেক’-এ। সেখানে তাঁর কো-অ্যাক্টর ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান।