শিল্পী দম্পতি রামেন্দু ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত

দেশের খ্যাতিমান শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনায় আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

রামেন্দু মজুমদার বলেন, গেল ১৪ জুলাই ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়। পরে ১৮ জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তার এক সপ্তাহ থেকে পর আমারও জ্বর জ্বর অনুভব হয়, তখন আমার টেস্ট করানোর পর পজিটিভ রেজাল্ট আসে। তবে আমরা দুজনেই সুস্থ আছি। আগামী দু তিন দিনের মধ্যে আবারো টেস্ট করাবেন।

মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দু মজুমদারকে ২০০৯ সালে একুশে পদকে ভূষিত করে। অন্যদিকে, ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *