লাক্সসুন্দরী মিম মানতাসা বিয়ের পিঁড়িতে বসেছেন। শুক্রবার (১২ মার্চ) রাতে রাজধানীর সিক্স সিজন হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী।
শুক্রবার দিবাগত রাতে তার বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে মিমের ঘনিষ্ঠ সূ্ত্রের বরাতে জানা গেছে। মিমের বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক।
Read More News
লাক্স সুপারস্টার হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মিম মানতাসা। মডেলিংয়ের পাশাপাশি নাটকেও অভিনয় করেন তিনি।
মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি।
মিম মানতাসা পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। নাটকের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মুকুট ওঠে তাঁর মাথায়।