আসন্ন পবিত্র ঈদুল আজহায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘না হবে না কিছুতেই’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল।
সোহেল আরমানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা দিলারা জামান, আবদুস সামাদ খোকন, শ্যামল জাকারিয়া, জয়িতা প্রিয়ন্তী, কোহিনূর, শম্পা নিজামসহ অনেকেই।
Read More News
নাটকে অপূর্ব বাড়িওয়ালা, মাকে নিয়ে থাকেন। বাবা না থাকায় সংসারের সব দায়িত্ব তাঁর। আর অপূর্বর বাসার নিচতলায় ভাড়া থাকবেন কেয়া। ময়লা ফেলা নিয়ে তাঁদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হবে। আর সেই ঝামেলা মেটাবেন অপূর্বর দাদি দিলারা জামান। সেই ঝামেলা মেটানো আর তার পরে কী হবে না, সেটা জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।’
আসন্ন পবিত্র ঈদুল আজহার আয়োজনে ‘না হবে না কিছুতেই’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।