২০২১ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার জন্য ফরম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অনলাইনে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ আগস্ট থেকে এই ফরম পূরণ শুরু করতে পারবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তা শেষ হবে ২৫ আগস্ট।
আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনি পরীক্ষা হবে না। ফলে এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না।
Read More News
এবার বিজ্ঞান শাখার জন্য ১১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবার ছিল ১৬৯৫ টাকা। মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ১০৭০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ও ব্যবহারিক ফিসহ গতবছর এই দুই বিভাগের ফি ছিল ১৯৪০ টাকা।
এ ছাড়া রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এটি গত বছর ২৫০ টাকা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে যেতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ফি-র অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।